Tuesday, February 2, 2010

চাইম

0 comments
চাইম এক প্রকার মৃদু সুর সৃষ্টিকারী ঘন শ্রেণীর বাদ্যযন্ত্র। এটি ড্রাম এর সাথে কখনো কখনো সংযুক্ত করে বাজানো হয়। এর সুর খুবই মিষ্টি। Chymeকে ইংরাজীতে কাইম উচ্চারণ করা হয়।
একটি কাষ্ট বা বাঁশের দন্দের সাথে কতিপয় স্টীলের শলাকা পাশাপাশি ঝুলিয়ে এটি তৈরী করা হয়।
অতি হালকা তাই বাতাসের প্রবাহেও নড়ে এবং শ্রুতি মধুর আবেশীয় শব্দ তৈরী করে তাই সৌখিনতা বসত অনেকে ঘরে ঝুলিয়ে রাখে।

0 comments:

Post a Comment