Sunday, January 17, 2010

নাদস্বরম

0 comments
'নাদস্বরম' ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু'র সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী সুর-সরঞ্জামগুলোর একটি যা বাঁশির মতোই এক ধরনের সুরযন্ত্র। যন্ত্রটি সাধারণত বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি করা হয়ে থাকে। তবে তা প্লাস্টিক দিয়েও তৈরী করা হয় অনেক সময়।সেই প্লাস্টিকের বাঁশিরও রয়েছে আবার নানান ধরন। তবে এবার পাথর কেটে এই সুরযন্ত্র বানিয়েছেন ভাস্কর চিন্নাক্কান্নু। এমনিতেই সুন্দর, উচ্চ স্বর তৈরির জন্যও সারা পৃথিবীতে নাদস্বরমের বিশেষ খ্যাতি রয়েছে। আর পাথরে তৈরি করার ফলে এর সুর আরো বেশি হৃদয়গ্রাহী হয়ে উঠে।
চিন্নাক্কান্নু এই প্রথমবারের মতো নাদস্বরম তৈরি করেছেন কালো শিলা (গ্রানাইট) দিয়ে। ভাস্কর চিন্নাক্কান্নু জানান, দুই ফুটের বেশি দৈর্ঘ্যের ওই যন্ত্রটিকে পাথর দিয়ে তৈরি করতে তাঁকে ভোগান্তি পোহাতে হয়েছে বিস্তর। প্রথম ও সবচেয়ে বড় ঝামেলা ছিল যন্ত্রটি তৈরি করার মতো একটি জুতসই পাথর খুঁজে পাওয়া। এরপর ঝামেলা ছিল পাথরটি খোদাই করে একটি নিখুঁত চেহারা দেয়া। তবে খুঁজতে খুঁজতে তিনি অবশ্য তাঁর বাড়ির কাছাকাছিই এক খামারবাড়িতে পেয়ে যান উপযুক্ত একটি পাথর। চিন্নাক্কান্নু বলেন, 'আমি বাটালি দিয়ে যখন পাথরটিকে আঘাত করলাম, তখন সেটি ব্রোঞ্জের মতো শব্দ করল। তখন বুঝলাম, আমার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে।' কাঠমিস্ত্রিরা যেভাবে কাঠ খোদাই করে যন্ত্রটিকে তৈরি করে, পাথরে তৈরি করার সময় চিন্নাকান্নুও একই প্রক্রিয়া অনুসরণ করেন। তবে কাজটি যে মোটেই সহজ ছিল না, তা বোঝা যায় ভাস্কর চিন্নাক্কান্নুর কথা থেকেই, 'এটি তৈরি করার প্রতিটি মুহূর্তে ভয়ে আমার কাঁদো-কাঁদো অবস্থা ছিল_এই বুঝি পাথরখানা ভেঙে গেল!' অবশ্য তিন মাসের কঠোর পরিশ্রম বৃথা যায়নি। অশেষ শ্রম, সাধনার পর যন্ত্রটি বেজে উঠল নিপুণ সুরের ছোঁয়ায়। সংগীতকাররা এটি বাজিয়ে তো রীতিমতো হতবাক; কী অসাধারণ এর সুর!

0 comments:

Post a Comment