Friday, August 27, 2010
মৃদঙ্গ
at
3:52 AM
0
comments
এটা প্রাচীন আনদ্ধ জাতীয় লোকবাদ্য। প্রাচীনকালে যেসব তালযন্ত্রের প্রচলন ছিল, তার মধ্যে আঘাতজনিত বাদ্যযন্ত্র হিসেবে মৃদঙ্গ তত্ত্বীয়ভাবে পরিচিত। মৃদঙ্গ অর্থ_ মৃত্তিকা নির্মিত অঙ্গ বা মৃৎ+অঙ্গ= মৃদঙ্গ। আগে মাটি দিয়েই এটা তৈরি হতো। তবে এখন তা তৈরি হয় কাঠ দিয়ে। লম্বা আড়াই ফুট। বাঁদিক আয়তনে ডানদিকের চেয়ে দ্বিগুণ। নলাকৃতি দেহের দুই পাশে চামড়ার ছাউনির আচ্ছাদন থাকে। কেবল ডানের ছাউনিতেই তবলায় ব্যবহৃত কালো চোখের মতো ক্ষীর বসানো হয়। বাজানোর সময় আটার তাপ্পি লাগিয়ে মৃদঙ্গ থেকে গুরুগম্ভীর আওয়াজ বের করা হয়। দুই মুখের চামড়ার চাক চামড়া দিয়ে টানা দেওয়া থাকে।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment