Thursday, January 14, 2010

ম্যান্ডোলিন

0 comments
এটি পাশ্চাত্য ততযন্ত্র বা তার যন্ত্র। মেন্ডোলিন গীটার জাতীয় বাদ্যযন্ত্র। এতে চার বা পাঁচ জোড়া তার থাকে। প্রতি জোড়া তার এক স্বরে বাধাঁ হয়। ডিম্বাকৃতির খোলের উপর দেড় ফুট দন্ড। দন্ডে সারিকা থাকে। ডান হাতে জওয়া দিয়ে আঘাত করে বাম হাতে সারিকার সাথে তার চেপে ধরে মেন্ডোলিন বাজানো হয়।

0 comments:

Post a Comment