দোতারা একটি বহুল ব্যবহৃত লোকপ্রিয় তত শ্রেণীর বাদ্যযন্ত্র। সরদের ন্যায় দেখতে এ যন্ত্রটির নাম দোতারা হলেও এতে দুই, চার বা পাঁচটি তারও ব্যবহার করা হয়। পটারী বা দন্ডের মত অংশটি কাঠের। তার উপর ধাতব পাত মোড়ানো থাকে। নিচের গোল অংশে চামরার ছাউনি থাকে। এর উপর সওয়ারী বসিয়ে তার উপর দিয়ে টান করে প্রয়োজনীয় সংখ্যক কান এর সাথে তার পেচিয়ে দয়া হয়। লোক সংগীত বলতেই দোতারার অনুষঙ্গ আবশ্যিক হয়ে ওঠে।
Thursday, January 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment