Sarod
সরোদ উপমহাদেশের একটি অন্যতম জনপ্রিয় ক্লাসিকাল বাদ্যযন্ত্র। যন্ত্রটি চার থেকে সাড়ে চার ফুট লম্বা। পটারী অংশ ধাতব পাতে মোড়ানো থাকে। নিম্নাংশ গোলাকার। খোদাই করে ফাঁপা করা। এর উপর থাকে চামড়ার ছাউনি। তার উপর সওয়ারী বসিয়ে দন্ডের উপরিভাগে তার গহনের সাথে প্রধান তারগুলি সংযুক্ত করা হয়। পটারী ধারের সাথে খোল পর্যন্ত কোনাকুনি টানা থাকে লোহার তৈরী তরফের তার। প্রধান তারগুলো লোহা ও পিতলের তৈরী। সরোদের সুমিষ্ট ও গম্ভীর ধ্বনি উচ্চাঙ্গ সংগীতের জন্য উপযুক্ত।বাংলাদেশে যে ক’জন অসাধারণ সরোদ শিল্পী জন্মেছেন তার মধ্যে রয়েছেন প্রায়ত আলি আকবর খান ও জীবিত খ্যাতিমানদের অন্যতম হচ্ছেন উপমহাদেশের বরেণ্য সুর সাধক ওস্তাদ আয়েত আলী খার পৌত্র শাহাদাত হোসেন খান।
0 comments:
Post a Comment